যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
রাজধানীর যাত্রাবাড়ী থানার জনপথ মোড এলাকায় সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (৪ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধার করে নিয়ে আসা সিএনজিচালিত অটোরিকশা চালক সেলিম বলেন, ভোরের দিকে আমি জনপথ মোড়ে চার দোকানে বসে ছিলাম। কয়েকজন লোক ওই যুবককে আমার সিএনজিতে তুলে দেয় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য। জানতে পেরেছি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়েছেন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের নাম ছাড়া কিছুই জানতে পারিনি।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।
এসএএ/এসএম