এলপিজির দাম কমেছে
জুন মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় এলপিজির নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
ঘোষণায় বলা হয়েছে, বেসরকারি এলপিজির মূল্য ভোক্তা পর্যায়ে প্রতি কেজি ৮৯ টাকা ৪৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত এলপিজির মূল্য প্রতি কেজি ৮৬ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫০ টাকা ৯ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।
উল্লেখ্য, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে প্রতি মাসে নতুন করে এলপিজির দাম সমন্বয় ও পুনর্নির্ধারণ করে বিইআরসি। গত মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৭ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি। আগামী মাসে (জুলাই) আবার নতুন করে দাম সমন্বয় করা হবে।
ওএফএ/জেডএস/জেএস