চট্টগ্রামে ঝোপ থেকে প্রতিবন্ধী শিশু উদ্ধার
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার টাইগার পাস মোড়ের দেওয়ানহাট ব্রিজের পাশে ঝোপ থেকে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ওই শিশুর আনুমানিক বয়স ৫ বছর। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় উদ্ধার হওয়া শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরের পর কেউ প্রতিবন্ধী শিশুটিকে ঝোপের মধ্যে ফেলে চলে যায়। বিকেলে পথচারীরা কান্নার শব্দ পেয়ে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, শিশু উদ্ধারের পর সমাজসেবা দপ্তরের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তারা এসে শিশুর চিকিৎসার তত্ত্বাবধান করছেন।
এমআর/এসকেডি