ফুল গাছে পানি দিতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
রাজধানীর উত্তর বাড্ডার গুপিপাড়া এলাকায় সাত তলা ছাদে ফুলগাছে পানি দিতে গিয়ে পড়ে মো তাসিন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত তাসিনের মামা মির্জা সাঈদ বলেন, তাসিন একটি অনলাইন ব্যাটারি ডেলিভারি কোম্পানিতে চাকরি করত। ছাদে ফুল গাছ লাগিয়েছে সে। আজ সকালে ছাদে ফুল গাছে পানি দিতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে আমি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, বর্তমানে উত্তর বাড্ডার গুপি পাড়া ১৩৩/ এ বাসায় ভাড়া থাকত তাসিন। তাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা এলাকায়। সে মো. বাবুল মিয়ার ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাড্ডা থানাকে জানিয়েছি।
এসএএ/এসকেডি