উত্তরায় সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত
রাজধানীর উত্তরার আজমপুর হোসেন টাওয়ারে মোবাইল ফোন কোম্পানির সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হৃদয় সূত্রধর (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় রাশেদ (২৩) নামে আরেক যুবক আহত হয়েছে।
সোমবার (২২ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসক হৃদয় সূত্রধরকে মৃত ঘোষণা করেন।
হৃদয় সূত্রধরের সহকর্মী পবিত্র বণিক বলেন, আমরা টেকনো মোবাইল কোম্পানিতে কাজ করি। সকালে উত্তরার আজমপুর হোসেন মার্কেটে মোবাইল কোম্পানির একটি সাইনবোর্ড লাগাতে গিয়ে হৃদয় ও রাশেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর থানার সাওয়ালি মহেরা গ্রামে।
জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি উত্তরা পশ্চিম থানাকে জানিয়েছি।
এসএএ/এসএসএইচ/