৯ দিনে নামজারি করছে ঢাকা জেলা প্রশাসন
আগে ভূমিসেবা নিয়ে অনেক ভোগান্তি ছিল, এখন তা অনেক কমেছে। নামজারি ১৪ দিনে করার নিয়ম রয়েছে। কিন্তু ঢাকা জেলা প্রশাসন মাত্র ৯ দিনে নামজারি করছে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
সোমবার (২২ মে) ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা ১৪ দিনের ভেতরেই নামজারি করছি। এ বিষয়ে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। অনলাইনে আবেদন করলে ঝুলিয়ে রাখার কোনো উপায় নেই। আবেদন গ্রহণ করবে নয় তো খারিজ করে দেবে, কিন্তু ঝুলিয়ে রাখার উপায় নেই।
তিনি আরও বলেন, অনেক সময় দেখা যায়, জায়গার নথি হারিয়ে যায় বা পুড়ে যায়। অনেকেই ইচ্ছাকৃতভাবে এসব করে। তাই আমরা চেষ্টা করছি সকল জমির ছায়া নথি তৈরি করার। নথি হারিয়ে গেলেও যাতে এগুলো পাওয়া যায়।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ভূমি সংক্রান্ত আইন কানুনের যুগোপযোগীকরণের মাধ্যমে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার প্লাটফর্ম গড়ে তোলা হয়েছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সুফল হিসাবে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর গ্রহণ, অনলাইন সায়রাত মহাল, জলমহাল, ব্যবস্থাপনা, ই-পর্চা, ই-নকশা গ্রহণসহ নানাবিধ ভূমি সেবা ঘরে বসে গ্রহণ করা যায়। তাছাড়া ডাকসেবার মাধ্যমেও ভূমি সেবা দেওয়া হয়।
ঢাকার সকল ভূমি অফিস ক্যাশলেস ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হয়রানিমুক্ত ভূমিসেবা গ্রহণে অনলাইনে শুনানিসহ অফিসের বাইরে গণশুনানি করে সেবা দেওয়া হচ্ছে। অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, লিজ নবায়ন আধুনিকায়নে ঢাকা জেলা প্রশাসন কার্যকর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
ঢাকা জেলার প্রশাসন সরকারি সম্পত্তি রক্ষার্থে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। খাস জমি উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। তাছাড়াও যাছাই-বাছাইকরণের মাধ্যমে ঢাকা জেলার অসহায়, দরিদ্র, গৃহহীন, দুস্থদের প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসনসহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
এমএল/ওএফ