ভাসমান দুই এলএনজি টার্মিনালের পুনঃসংযোগ, গ্যাস সরবরাহ শুরু
ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে আবারো জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ঘূর্ণিঝড় মোখার কারণে সংযোগ বিচ্ছিন্ন করে গভীর সমুদ্রে সরিয়ে নেওয়া হয়েছিল দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)।
রোববার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নসরুল হামিদ জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে সংযোগ বিচ্ছিন্ন করে রাখা এবং গভীর সমুদ্রে সরিয়ে নেওয়া দুটি ভাসমান এলএনজি টার্মিনাল সফলভাবে পুনঃসংযোগ করা হয়েছে। বর্তমানে দুটি এফএসআরইউ থেকে পূর্ণমাত্রায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ধন্যবাদ আমাদের টেকনিক্যাল টিমকে। সব সময়ের মতো সংকটকালে পাশে থাকায় কৃতজ্ঞতা জানাই বিদ্যুৎ ও গ্যাসের সম্মানিত গ্রাহকবৃন্দকে।
ঘূর্ণিঝড় মোখার কারণে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাসের সরবরাহ বন্ধ করা হয়। এর প্রভাবে কয়েক দিন চট্টগ্রামে গ্যাসের সরবরাহ কমে যায়। একপর্যায়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় গ্যাস। গ্যাসের অভাবে শিল্পকারখানার উৎপাদনও ব্যহত হয়। আবার দেশের বিভিন্ন এলাকায় গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনেও প্রভাব পড়ে। ফলে অনেক এলাকায় লোডশেডিং দেখা যায়।
ওএফ