ইউপি নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা ও পোলিং এজেন্ট নিয়োগে পরিপত্র
ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট নিয়োগ ও নির্বাচনী এজেন্ট নিয়োগ ইত্যাদি বিষয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা-২০১০ এবং ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ এ নতুন অনেক বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। নতুন এসব বিষয়াদি সবার জানা আবশ্যক। অপরদিকে অনেকে এবারই প্রথম প্রার্থী হবেন। তাই নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ব্যক্তিবর্গ এবং প্রার্থীদের অবহিত করার জন্য কিছু নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করা হয়েছে।
যেসব বিষয়ের ওপর পরিপত্র জারি করা হয়েছে- ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের নীতিমালা, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, অতিরিক্ত ভোটগ্রহণ কর্মকর্তা ও মহিলা ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, দক্ষ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, প্রার্থীর অধীনস্থ ব্যক্তিকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ না করা, ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগপত্র, ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা প্রণয়ন ও কমিশনে প্রেরণ, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ নির্দেশিকা ও ভোটগ্রহণ কর্মকর্তা অপসারণ বা পুনর্নিয়োগ।
এছাড়া ভোটগ্রহণ কর্মকর্তাদের পরিচয়পত্র, ব্যালট পেপার ও মুড়িপত্র সংরক্ষণে ভোটগ্রহণ কর্মকর্তাদের সতর্কতা, নির্বাচনী এজেন্ট নিয়োগ, নির্বাচনী এজেন্টের নিয়োগ বাতিল সংক্রান্ত, প্রার্থী স্বয়ং নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট নিয়োগ, পোলিং এজেন্টের উপস্থিতির রেকর্ড, পোলিং এজেন্টের নিয়োগ বাতিল সংক্রান্ত নোটিশ, পোলিং এজেন্টের দায়িত্ব, পোলিং এজেন্টের অনুপস্থিতিতে ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ না থাকা, নির্বাচনী এজেন্ট ও পোলিং এজেন্টদের পরিচয়পত্র, ভোটকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধসহ আরও অনেক বিষয়ে নির্দেশনা আরোপ করেছে ইসি।
এসআর/এসএসএইচ