ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল করার উদ্যোগ নেওয়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল করার উদ্যোগ নিয়েছি। এটা যথেষ্ট ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ।
সোমবার (১৫ মে) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ঘূর্ণিঝড় মোখার প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে দুর্বলতা ছিল। ঝড় আসছে খালেদা জিয়া জানেন না। তিনি ঘুমাচ্ছেন। এদিকে সব ভেসে শেষ। কিন্তু আমরা সবার আগে রিলিফ পৌঁছে দিয়েছি। বিএনপি সরকারের পক্ষ থেকে কেউ যায়নি। তারপর পার্লামেন্টে যখন কথা তুললাম তখন খালেদা জিয়া বলেছিল যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই। দুর্বলতা সেখানে। আওয়ামী লীগ সরকারের আমলে কোনো দুর্বলতা নেই। আমরা আগাম ব্যবস্থা নিয়েছি।
অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার আঘাতে জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিলাম জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি নিজে সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছি, বিভিন্ন নির্দেশনা দিয়েছি।
তিনি বলেন, আমরা উপকূলীয় ১৩টি জেলায় ৭ হাজার ৪০টি আশ্রয়কেন্দ্র খুলেছিলাম। আশ্রয়কেন্দ্রগুলোতে সাড়ে ৭ লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পুর্নবাসন কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়।
এমএসআই/জেডএস