নিজেদের ‘দোষ’ খুঁজতে ঢাকা ওয়াসার কমিটি গঠন
সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা এলাকায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে আগুনের লাগার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।
এ বিষয়ে তিতাস গ্যাসের পক্ষ থেকে বলা হয়, ওয়াসার পানির পাইপ স্থাপনের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এ কারণেই এমন দুর্ঘটনা ঘটে।
এমন ঘটনায় নিজেদের কোনো গাফলতি বা দোষ আছে কী না, তা জানতে নিজেদের পক্ষ থেকে কমিটি গঠন করেছে ঢাকা ওয়াসা।
শুক্রবার (১২ মে) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর একটি অফিস আদেশ জারি করে এ কমিটি গঠন করেন।
শারমিন হক আমীর জানান, এ বিষয়ে তদন্ত করে সঠিক তথ্য জানতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলামকে সদস্য করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি জানান, গঠিত কমিটি আদেশ সাত কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি প্রতিবেদন দাখিল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এএসএস/এফকে