প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের চিঠি
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্থানীয় সরকার বিভাগ ইস্যুতে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা বাস্তবায়নে দেশের সব সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিসি সম্মেলনের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনারদের মুক্ত আলোচনায় স্থানীয় সরকার বিভাগ সংশ্লিষ্ট নিম্নরূপ পর্যবেক্ষণ/প্রস্তাব ও প্রদত্ত নির্দেশনা প্রতিমাসের ১০ তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।
পর্যবেক্ষণ/প্রস্তাব— সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি জাতীয় অর্জনগুলো সরকারি মাধ্যমসহ বেসরকারি ও রাজনৈতিক সংগঠনের সহায়তায় দেশ-বিদেশে ব্যাপক প্রচারের ব্যবস্থা করা প্রয়োজন।
প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা— প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষা করে সব মন্ত্রণালয়/বিভাগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
চিঠিতে বলা হয়, উপরে বর্ণিত পর্যবেক্ষণ/প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রতিমাসের ৭ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী ও এ বিভাগের সমন্বয় ও কাউন্সিল শাখায় (ই-মেইল [email protected]) তথ্য প্রেরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এসএইচআর/কেএ