বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে লুক্সেমবার্গের মন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা সফররত লুক্সেমবার্গের উন্নয়ন সহযোগিতা ও মানবিকতা বিষয়ক মন্ত্রী ফ্রাঙ্কোইস ফেয়ট।
বিজ্ঞাপন
রোববার (৩০ এপ্রিল) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লুক্সেমবার্গের মন্ত্রী। এসময় তাকে স্বাগত জানান বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ধানমন্ডির ৩২ নম্বর জাদুঘর ঘুরে দেখেন এবং সেখানে থাকা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। পরে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন ফেয়ট।
বিজ্ঞাপন
চারদিনের সফরে শুক্রবার সকালে ঢাকায় আসেন লুক্সেমবার্গের উন্নয়ন সহযোগিতা ও মানবিকতা বিষয়ক মন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।
এনআই/এফকে