দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন নারীরা
মাঠ প্রশাসনসহ দেশের বিভিন্ন খাতে নারীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সহধর্মিণী আফরিন তাপস।
সোমবার (২২ মার্চ) ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২১’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আফরিন তাপস বলেন, নারীর সমতা অর্জন, উন্নয়ন ও ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ও কার্যক্রমের ফলে আজ দেশের নারীরা সুপ্রিমকোর্টের বিচারপতি, সরকারের সচিব, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সেনাবাহিনীর মেজর জেনারেল, জাতীয় প্রেসক্লাবের সভাপতির মতো গুরুদায়িত্ব পালন করছেন। বিদেশের মাটিতে বিভিন্ন মিশনে সেনা-বিমান-নৌ ও পুলিশ বাহিনীর নারী সদস্যরা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন নারীরা। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ই-কমার্স ও অনলাইন ব্যবসায় বাংলাদেশের নারীরা বিপ্লব সৃষ্টি করেছেন। নারীর এগিয়ে চলার মাধ্যমে সামগ্রিক উন্নয়নের সুফল ভোগ করছে বাংলাদেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার বলেন, নারীকে একলা চলার সাহস সঞ্চয় করতে হবে। নাহলে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন বাঁধাগ্রস্ত হবে।
এএসএস/এসকেডি