চবির ২৫০ শিক্ষার্থী পেল মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের ঈদ উপহার
এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের পক্ষ থেকে আর্থিকভাবে অসচ্ছল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৫০ জন শিক্ষার্থীকে ঈদ উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিজয় গ্রুপ। এক সপ্তাহ ধরে চলা এই ঈদ উপহার প্রদান কার্যক্রম আজ (বুধবার) শেষ হয়।
এর সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এ বিষয়ে চবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস বলেন, নওফেল ভাইয়ের দিক নির্দেশনায় মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের পক্ষ থেকে এই উপহার দেওয়া হয়।
তিনি জানান, গত ১০ দিন আগে বিশ্ববিদ্যালয়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা করা হয়। এরপর কলা ও মানববিদ্যা অনুষদের ১০০ জন, সমাজবিজ্ঞান অনুষদের ৫০ জন, ব্যবসায় প্রশাসন অনুষদের ৫০ জন এবং অন্যান্য অনুষদ মিলিয়ে মোট ২৫০ জন শিক্ষার্থীকে সর্বোচ্চ ৫ থেকে ৩ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হয়।
ঈদ উপহার পাওয়া কলা ও মানববিদ্যা অনুষদের দুজন শিক্ষার্থী করিম মাওলা ও রকিবুল হাসান জানান, গত ১৬ এপ্রিল তারা ৫ হাজার টাকা করে পেয়েছেন।
এমআর/এমএ