ফোনে কথা বলার সময় ১০ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর কদমতলীর পূর্ব দনিয়ার মদিনা টাওয়ারের ১০ তলার ছাদে মোবাইল ফোনে কথা বলার সময় নিচে পড়ে ইয়াসিন আহমেদ হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে রাত সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের পিতা আহমদ উল্লাহ জনি বলেন, পূর্ব দনিয়ার মদিনা টাওয়ারে পরিবার নিয়ে ভাড়া থাকি। নয়াবাজারে আমার কাগজের ব্যবসা আছে। আমার ছেলে হৃদয় আমার সাথেই কাগজের ব্যবসা দেখাশোনা করত। আজ রাতে মদিনা টাওয়ারের ছাদে হাঁটাহাঁটি করতে গিয়েছিল। ছাদে গিয়ে মোবাইলে কথা বলার এক পর্যায়ে রেলিং থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা শেষে চিকিৎসক জানায় আমার ছেলে আর বেঁচে নেই।
তিনি বলেন, এ ঘটনাটি পরে পাশের বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ দেখে জানতে পারি। আমাদের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার উসিয়াকান্দি গ্রামে। আমার ৩ ছেলের মধ্যে হৃদয় সবার বড় ছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/ওএফ