রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে মাসরেখা আজম মারিয়া (৩২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ মার্চ) সকাল ৭টায় ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৯৬ নম্বর বাসার পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বামী সৈয়দ আবু সাদাত ঢাকা পোস্টকে বলেন, আমি আমার ছোট ছেলেকে নিয়ে গতকাল (শনিবার) গ্রামের বাড়ি বেড়াতে যাই। স্ত্রীর সঙ্গে আমার কোনো ঝগড়া হয়নি। কী কারণে সে গলায় ফাঁস দিল, কিছুই বুঝতে পারছি না। আমার তিন সন্তানকে এতিম করে সে চলে গেল।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রী অমল কুমার বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন।
আরএইচ