বাবাকে হত্যার অভিযোগে বন মন্ত্রণালয়ের কর্মকর্তা আটক

রাজধানীর আদাবর থানার শেখেরটেক এলাকায় বাবাকে হত্যার অভিযোগে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ইফতেখার আলমকে আটক করেছে পুলিশ। নিহতের নাম নুরুল ইসলাম (৭৪)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জুবায়ের ঢাকা পোস্টকে বলেন, নিহত নুরুল আলম ও ছেলে ইফতেখার আলম সুমন শেখেরটেক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। আজ সকাল সাড়ে ১১টার দিকে বাসার কেয়ারটেকার বাসা ভাড়া নিতে আসলে তার সঙ্গে ইফতেখার আলম সুমন খারাপ ব্যবহার করেন এবং তলপেটে লাথি মেরে দাঁড়ি ধরে টেনে নিচে নামান। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে ইফতেখার আলম সুমন দৌড়ে বাসায় চলে যান। পরে বাসার মালিক ও কেয়ারটেকার থানায় জিডি করতে গেলে তাৎক্ষণিকভাবে আদাবর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় নুরুল আলমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় ইফতেখার আলম সুমনকে আটক করে পুলিশ।
তিনি আরও বলেন, আমরা তার ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন সুমন গত ছয় মাস ধরে অফিসে যান না। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানতে পেরেছি। নিহতের বাম পায়ের রানে একটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, ওই ধারালো অস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে। কী কারণে সুমন তার বাবাকে হত্যা করেছেন সে বিষয়টি এখনো জানা যায়নি। নিহতের বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার মরিয়ম নগর এলাকায়।
এসএএ/এসকেডি