বাজুসের সাবেক সভাপতি এনামুল হক খান দোলন বহিষ্কার

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাবেক সভাপতি এনামুল হক খান দোলনকে বাজুস থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ এপ্রিল) বাজুসের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. তানভীর আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানায়, আজ সংগঠনটির কার্যনির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার সর্বসম্মতিক্রমে বাজুস কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সভাপতি এনামুল হক খান দোলনকে বাজুসের দায়িত্বপ্রাপ্ত সব পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, এনামুল হক খান দোলনের মালিকানাধীন ডায়মন্ড অ্যান্ড ডিভার্স ও শারমিন জুয়েলার্সের আড়ালে স্বর্ণ পাচারের সঙ্গে তিনি জড়িত রয়েছেন এমন অভিযোগ উঠেছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ বিষয়ে তদন্ত করছে। বর্তমানে তিনি থাইল্যান্ডে অবস্থান করছেন।
এসআই/এফকে