চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ১
চট্টগ্রাম নগরের পাহাড়তলী আকবর শাহ থানা এলাকায় পাহাড় ধসে খোকা (৪৫) একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে থানার বেলতলীঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক ঢাকা পোস্টকে বলেন, আকবর শাহ থানা এলাকা থেকে পাহাড় ধসের ঘটনায় আহত একজনকে চমেকে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হালিম ঢাকা পোস্টকে বলেন, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছিল তিনি মারা গেছেন। এছাড়া দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মাটিচাপা অবস্থায় কেউ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সম্ভাবনা কম।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি ওই এলাকায় অভিযান পরিচালনা করেছিলেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। ওই সময় মো. শাহজাহান নামে একজনকে এক্সকেভেটরসহ হাতেনাতে পাওয়া যায়। পরে তাকে পাহাড় কাটার দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এমআর/এসকেডি