আমি এখন কীভাবে বাঁচবো?
আগুন লাগার খবর পাইছি সাড়ে ৬টায়। বাসা থেকে বের হয়ে মার্কেটে আসতে আসতেই আমার সব দোকান শেষ! আমি এখন কীভাবে বাঁচবো? আমার আর কিছুই রইলো না। সব শেষ হয়ে গেলো।
রাজধানীর বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে সবকিছু শেষ হয়ে যাওয়া কাপড় ব্যবসায়ী ছিয়াম মিয়া এভাবেই আহাজারি করছিলেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবাজার কাপড়ের পাইকারি মার্কেটে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মার্কেটের ব্যবসায়ীরা ঘটনাস্থলে আসতে থাকেন। কিন্তু ততক্ষণে অনেকের স্বপ্ন পুড়ে ছাই।
ছিয়াম মিয়া বলেন, এ দেশে সবকিছুতেই সিন্ডিকেট। নারায়ণগঞ্জ থেকে গুলিস্তানে আসতে সাড়ে চারশ টাকা ভাড়া চায়। আমার দোকানে আগুন লাগছে তাও বললাম, তবুও কেউ এগিয়ে এলো না। এই দেশে কী কারো সাহায্য পাওয়া যাবে না। কাউকে না পেয়েই দৌড়ে দৌড়ে এসেছি।
সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একপর্যায়ে ফায়ারের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও তাদের হেলিকপ্টার। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিজিবি। তবে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার কোনো তথ্য জানায়নি ফায়ার সার্ভিস।
এমএম/জেডএস