পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুরের পানিতে ডুবে হযরত ওমর (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত।
শুক্রবার (৩১ মার্চ) বিকেল পৌনে চারটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওমরের বাবা রাইদুল ইসলাম বলেন, আমার দুই ছেলের মধ্যে ওমর বড়। সে তার নানির বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখানের উত্তর তাজপুরে থাকত। সেখানে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত। দুপুর ১২টার দিকে সমবয়সি কয়েকজনের সঙ্গে নানির বাড়ির পুকুরে গোসল করতে যায়। কিন্তু সবাই গোসল করে বাসায় ফিরে এলেও ওমরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার মামা আল-আমিন সরকার অন্যদের নিয়ে পুকুরে নেমে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। অচেতন অবস্থায় তাকে প্রথমে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আমি দুবাই প্রবাসী। আমাদের বাড়ি টাঙ্গাইলের সখিপুর সদরে।
জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/এসএসএইচ/