এলিফ্যান্ট রোডে মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল সংলগ্ন ৯তলা শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের পঞ্চম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (২৭ মার্চ) রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
তিনি বলেন, রাত ৯টা ২০ মিনিটে এলিফ্যান্ট রোডের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার সময় ৫-৬ জন মানুষ ভবনটির ছাদে চলে গিয়েছিলেন। পরে তাদের নিরাপদে ফায়ার সার্ভিস নামিয়ে নিয়ে আসে।
এর আগে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ওই মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে দুইটি ইউনিট যায়। পরে আরো আটটি ইউনিট যোগ দেয়।
এমএসি/জেডএস