ভেতরে মায়ের পরীক্ষা, বাইরে শিশুর অপেক্ষা
৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছেন মা। ঢাকা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন তিনি। আর বাইরে বাবার সঙ্গে মায়ের জন্য অপেক্ষা করছে চার বছরের শিশু সারোয়ার। এদিক-ওদিক ছোটাছুটি করে বারবার বাবার কাছে ফিরে একটিই প্রশ্ন করছে সে, মা কখন আসবে? ছোট্ট ছেলেকে নানা ছলে বোঝানোর চেষ্টা করছেন বাবা জাহাঙ্গীর আলম।
ঢাকা পোস্টের সঙ্গে কথা হয় তার। জানালেন, পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়েছে। স্ত্রীর ইচ্ছে ছিল পড়াশোনা করার। তার সেই ইচ্ছেকে সম্মান জানিয়ে পড়াশোনায় কখনো বাধা দেননি তিনি। জাহাঙ্গীর আলম বললেন, বরং সবসময়ই সর্বাত্মক সহযোগিতা করেছি। ২০১৮ সালে আমার স্ত্রী স্নাতকোত্তর পাস করে। এরপর থেকেই মূলত সে চাকরির পরীক্ষায় অংশ নিতে প্রস্তুতি নেয়। সেই ধারাবাহিকতায় আজ এই পরীক্ষায় অংশ নিলো।
শুক্রবার (১৯ মার্চ) সকাল ১০টায় শুরু হয় ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। নির্ধারিত সময়ের অনেক আগেই কেন্দ্রে প্রবেশ করেছেন পরীক্ষার্থীরা। সেই সময় থেকেই কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন উদ্বিগ্ন অভিভাবক ও স্বজনরা।
সরেজমিনে দেখা যায়, টিচার্স ট্রেনিং কলেজের সামনের ফুটপাতে বসে আছেন অনেক অভিভাবক।
হুমায়রা বেগম নামের এক অভিভাবক বলেন, মেয়েকে কেন্দ্রে পৌঁছে দিয়ে চলে যাব, এই চিন্তা করেই এসেছিলাম। কিন্তু মেয়েকে রেখে যেতে মন চাইছে না। পরীক্ষা খারাপ করলে আবার মন খারাপ করবে। তাই ভাবলাম সঙ্গে করেই নিয়ে যাই।
রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের সামনেও দেখা গেল, পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করার পরও সেখানে অবস্থান করছেন অনেক অভিভাবক। শহীদুল ইসলাম নামের এক অভিভাবক বলেন, আমার মেয়ে পরীক্ষা দিতে এসেছে। মূলত তার মানসিক শক্তি যোগাতেই সঙ্গে এসেছি। বিসিএসে টিকবে নাকি টিকবে না তা বড় কথা নয়, বরং মেয়ে হয়েও যে সে সাহস করেছে তাতেই আমি সন্তুষ্ট।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, ৪১তম বিসিএসে আবেদনকারী ৪ লাখ ৭৫ হাজার। ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এ ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষায় প্রভাষক নেওয়া হবে ৯০৫ জন, কারিগরি শিক্ষা বিভাগে প্রভাষক নেওয়া হবে ১০ জন।
এইচটি/এসএসএইচ