স্বপ্ন পূরণের বিসিএস যুদ্ধে লাখো চাকরিপ্রত্যাশী
‘পড়াশোনা শেষ হয়েছে প্রায় দেড় বছর আগে। টানাপোড়নের সংসারে হঠাৎ বাবার মৃত্যুর পর কাঁধে চেপেছে ভাই-বোন আর মায়ের ভরণপোষণের দায়িত্ব। এতকিছুর মধ্যেও সরকারি চাকরির আশায় একের পর এক নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছি। কয়েকটিতে ভাইভা পর্যন্ত পৌঁছালেও ভাগ্য সহায় হয়নি। অনেক সমস্যার মধ্যেও বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নটা বাঁচিয়ে রেখেছি। সংসারের খরচ জোগানোর পাশাপাশি নিজেকে প্রস্তুত করেছি বিসিএস পরীক্ষার জন্য। তবে এটাই আমার শেষ চেষ্টা। জানি না কী হবে।’ কথাগুলো বলছিলেন ঢাকা কলেজ কেন্দ্রে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেওয়া সাইফুল ইসলাম।
আরেক পরীক্ষার্থী বীণা বালা বললেন, প্রথমবার বিসিএস পরীক্ষায় অংশ নিচ্ছি। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ করতে সাধ্যানুযায়ী প্রস্তুতি নিয়েছি। বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি।
এমন লাখো স্বপ্নবাজ তরুণ-তরুণীর আশা-আকাঙ্ক্ষার ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষা চলবে বেলা ১২টা পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ৩৫৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষাটি। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৪১তম বিসিএসে আবেদনকারী ৪ লাখ ৭৫ হাজার।
২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এ ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষায় প্রভাষক নেওয়া হবে ৯০৫ জন, কারিগরি শিক্ষা বিভাগে প্রভাষক নেওয়া হবে ১০ জন।
আরএইচটি/এসএসএইচ