পরীক্ষাকেন্দ্রে প্রবেশে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ব্যাপক কড়াকড়ি
কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত ও পাঁচ স্তরে পরীক্ষা-নিরীক্ষা করার পরই কেন্দ্রে প্রবেশ করতে পারছেন ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারীরা। শুক্রবার (১৯ মার্চ) সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রের সামনে ভিড় করতে দেখা যায় পরীক্ষার্থীদের।
সরেজমিনে রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশ করানো হয়। এসময় পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানাতে এবং পরীক্ষা-নিরীক্ষায় ব্যাপক কড়াকড়ি আরোপ করতে দেখা যায়।
ঢাকা কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক আনোয়ার মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, কঠোর স্বাস্থ্যবিধি এবং পাঁচ স্তরের নিরাপত্তা পরীক্ষণ শেষ করেই কেন্দ্রে প্রবেশ করতে পারছেন পরীক্ষার্থীরা। কেউ যেন কোনোভাবেই অসদুপায় অবলম্বন করতে না পারে সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি।
শুক্রবার সকাল ১০টায় ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হচ্ছে। রাজধানীসহ দেশের ৮টি বিভাগীয় শহরে ৩৫৯টি কেন্দ্রে একযোগে শুরু হবে এ পরীক্ষা। চলবে বেলা ১২টা পর্যন্ত। স্বাস্থ্যবিধি মেনে পৌনে ৫ লাখ চাকরিপ্রত্যাশী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এইচটি/এসএসএইচ