গুলিস্তানে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
রাজধানীর গুলিস্তানের জিপিওতে ওয়েলকাম পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল জব্বার শরীফ (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুল জব্বারকে উদ্ধার করে নিয়ে আসা পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খন্দকার দেলোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা পল্টন এলাকায় ডিউটিতে ছিলাম। এ সময় খবর আসে বাসের ধাক্কায় এক বৃদ্ধ আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
তিনি আরও বলেন, বৃদ্ধের কাছে থাকা মোবাইল ফোন থেকে তার স্বজনদের কল দিয়ে নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি পটুয়াখালী জেলার সদর থানার মাদার বুনিয়া গ্রামে। তিনি মৃত সফেজ শরীফের ছেলে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে বাসের চালককে শনাক্তের চেষ্টা করছি।
এসএএ/এসকেডি