স্বপ্ন বাস্তবায়নে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় : মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, সবকিছুর শুরু হয় একটি স্বপ্ন দিয়ে। স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নের বাস্তবায়নে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়।
মঙ্গলবার (২১ মার্চ) নগরীর লক্ষ্মীবাজারের ঢাকা মহানগর মহিলা কলেজের নবীন বরণ-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, যুক্তরাষ্ট্রের প্রয়াত রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন। একদিন যখন শুয়েছিলেন, তিনি তার খাতায় লিখলেন আমি শিক্ষা গ্রহণ করব, আমি নিজেকে তৈরি করব এবং হয়তবা একদিন আমার সুযোগ আসবে। তিনি শিক্ষা গ্রহণ করেছেন, নিজেকে তৈরি করেছেন এবং তার সেই সুযোগটাও একদিন আসল। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ জাতিসত্তার একটি রাষ্ট্র গঠন করেছেন। আপনারা অনেক স্বপ্ন নিয়ে ঢাকা মহানগর মহিলা কলেজে এসেছেন। আপনাদের স্বপ্ন বাস্তবায়নে আপনারা যথাযথ শিক্ষা গ্রহণ করবেন এবং সকল ক্ষেত্রে নিজেদের তৈরি করবেন, প্রতিষ্ঠা করবেন। যাতে একদিন আপনাদেরও সেই সুযোগ আসে।
তিনি বলেন, আমি মনে করি, আপনারা আপনাদের সেভাবে তৈরি করবেন যেন যখনই কোনো সুযোগ আসে সেটাকে গ্রহণ করতে পারেন। অর্জন করতে পারেন। এই সুযোগ গ্রহণের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করবেন, পিতা-মাতার স্বপ্ন পূরণ করবেন। তাদের গর্বিত করবেন। দেশপ্রেমে উদ্বেলিত হয়ে সমাজ এবং দেশকে গর্বিত করবেন।
মেয়র বলেন, আপনারা (শিক্ষার্থীরা) এখানে এসেছেন আপনাদের নিজের, পিতা-মাতা ও অভিভাবকদের স্বপ্ন পূরণ করতে। মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার নেতা লুথার কিং জুনিয়রকে ১৯৬৮ সালে হত্যা করা হয়। কৃষ্ণাঙ্গ এই নেতা বলেছিলেন, আমার একটি স্বপ্ন আছে। একসময় যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের কোনো অধিকার ছিল না। তাদের ক্রীতদাস হিসেবে ব্যবহার করা হত। তিনি চেয়েছিলেন, যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গ সবাই সমান অধিকার পাবে। তিনি সেটা পরিপূর্ণভাবে দেখে যেতে পারেননি। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়েছে ৫ দশক পরে। ২০০৮ সালে একজন কৃষ্ণাঙ্গ নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। ইতিহাস রচনা করে বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন।
ডিএসসিসি মেয়র বলেন, আজ আমাদের স্বাগত জানানো হচ্ছে। আসলে বিষয়টি কিন্তু তা নয়। আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের স্বাগত জানাতে। এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনাদের বরণ করে নিতে। ঢাকা মহানগর মহিলা কলেজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত একমাত্র কলেজ। আমি এই কলেজে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি।
ঢাকা মহানগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর তাহমিনা হকের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো. গোলাম রসুলের সঞ্চালনায় নবীব বরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান প্রমুখ।
এএসএস/এসকেডি