চট্টগ্রামে হেফজখানায় শিশুর মৃত্যু
চট্টগ্রাম নগরের চকবাজার থানার মেহেদীবাগ এলাকার একটি হেফজখানা থেকে সাবিব সাইয়ান নামে (১০) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ মার্চ) রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্ত করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মরদেহটি আমরা হাসপাতালে পেয়েছি। মাদ্রাসা কর্তৃপক্ষ ওই ছাত্রের মরদেহ বাথরুম থেকে উদ্ধার করেছে বলে জানিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাদ্রাসার সিসিটিভি ফুটেজ নিয়েছি। সেখানে শিশুটিকে বাথরুমে ঢুকতে দেখা যায়। অনেকক্ষণ বের না হওয়ায় দরজা ভেঙে তাকে উদ্ধার করতে দেখা যায়।
এমআর/এসকেডি