অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে জেলা ছাত্রলীগ নেতা নিহত
নারায়ণগঞ্জ সদর থানায় সিএনজির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রুবেল হোসেন (২৮) নামে এক মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ওমর ফারুক নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে পাঁচটায় সদর উপজেলার কাটপট্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রুবেল হোসেনকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত রুবেল মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নিহতের চাচাতো ভাই মো. অপু ঢাকা পোস্টকে জানান, রুবেল, ওমর ফারুক ও সোহেল এই তিন বন্ধু মিলে হোটেলে খাবার খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে সিএনজির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রুবেল হোসেনকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগে গুরুতর আহত ওমর ফারুকের চিকিৎসা চলছে।
তিনি জানান, নিহত রুবেলের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সদর থানার পশ্চিম মুক্তারপুর এলাকায়। তিনি ওই এলাকার আব্দুর রহিমের সন্তান ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সদর থানাকে জানিয়েছি। জরুরি বিভাগে আহত একজনের চিকিৎসা চলছে।
এসএএ/কেএ