গুলিস্তানে বিস্ফোরণ : রাস্তায় তীব্র যানজট
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি ভবনে বিস্ফোরনের পর আশেপাশের এলাকাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সচিবালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু করে পল্টন, তাঁতীবাজার, দৈনিক বাংলা মোড়সহ বেশ কয়েকটি স্থানে তীব্র যানজট দেখা গেছে।
মঙ্গলবার (৭মার্চ) বিকাল ৪টা ৫০ মিনিটে এ বিস্ফোরণের পর পুলিশ ও ফায়ার সার্ভিস সিদ্দিক বাজারের এ রাস্তাটি বন্ধ করে দেয়। এরপর থেকেই বাড়তে থাকে যানজট।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় ১৫ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছে। এদের মধ্যে দুই জন নারী রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল থেকে ঢাকা পোস্টের প্রতিবেদক এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ সরেজমিনে ঘুরে দেখা গেছে, আহত মানুষদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করছে। জরুরি বিভাগের সামনে থেকে শুরু করে বাইরের সড়ক পর্যন্ত আহত এবং নিহতদের স্বজনদের আহাজারি চলছে।
ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় রাস্তায় চলাচলরত বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক পথচারী আহত হন।
এমএম/এমজে