দৈনিক দিনকাল বন্ধে ৯ পশ্চিমা দূতাবাসের উদ্বেগ প্রকাশ
দৈনিক দিনকাল বন্ধে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, আমরা বাংলাদেশস্থ মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের (এমএফসি) নিম্ন স্বাক্ষরিত সদস্যরা, দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লারেশন (প্রকাশ ও মুদ্রণের অনুমোদন) বাতিল করার যে সিদ্ধান্ত বাংলাদেশ সরকার সাম্প্রতিক সময়ে নিয়েছে সে ব্যাপারে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। গণতন্ত্রের স্বচ্ছতার ক্ষেত্রে স্বাধীন সংবাদপত্র ও বাক স্বাধীনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
বিবৃতিতে স্বাক্ষরকারী ৯টি পশ্চিমা দূতাবাসগুলোর মধ্যে রয়েছে- অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
এনআই/ওএফ