যন্ত্রপাতি নষ্ট বড় হাসপাতালে!
২২ ফেব্রুয়ারি ২০২৩।
দেশের তিনটি প্রধান সরকারি হাসপাতালে ২৩৮টি যন্ত্রপাতি নষ্ট পড়ে আছে। এর মধ্যে অনেক যন্ত্রপাতি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া অচল হয়ে পড়ে আছে চারটি অ্যাম্বুলেন্স। স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে হাসপাতালগুলোর দুরবস্থার এই চিত্র পাওয়া গেছে। এর পাশাপাশি আজকের জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ খবরগুলো একবার দেখে আসি—
প্রথম আলো
বড় তিন হাসপাতালে ২৩৮ যন্ত্রপাতি নষ্ট
তিনটি হাসপাতালের মধ্যে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল। হাসপাতাল ও যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর হিসাবে হাসপাতাল তিনটিতে নষ্ট হওয়া যন্ত্রপাতির মূল্য অন্তত ১০০ কোটি টাকা।
আরও পড়ুন >>> তুরস্কে ভূমিকম্প : যে শিক্ষা নিতে পারে বাংলাদেশ
রাজউক সম্প্রতি পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় গভীর নলকূপের মাধ্যমে পানি সরবরাহ শুরু করেছে। তবে সংস্থাটি পানির যে দাম নির্ধারণ করেছে, তা ঢাকা ওয়াসার নির্ধারিত মূল্যের চেয়ে অনেকটা বেশি।
প্রথম আলো
পূর্বাচল নতুন শহর প্রকল্প: পানির দাম ৩১% বেশি
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা ওয়াসার ওয়েবসাইটে দেওয়া পানির দাম তুলনা করে দেখা যায়, পূর্বাচলের বাসিন্দাদের আবাসিক শ্রেণিতে পানির দাম ৩১ শতাংশ ও বাণিজ্যিকে ৭ শতাংশ বাড়তি দেওয়া লাগবে। অবশ্য রাজউক বলছে, ঢাকা ওয়াসার সঙ্গে সমন্বয় করেই পানির দাম নির্ধারণ করা হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংবিধানের বাইরে আপাতত কিছুই ভাবছে না আওয়ামী লীগ। এ নিয়ে বিএনপিসহ বিরোধীদের দাবি ও আন্দোলনেও খুব বেশি পাত্তা দিতে নারাজ ক্ষমতাসীনরা। তবে সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ দশ দফা দাবির বিষয়ে কোনো ছাড় দেবে না বিএনপি। দাবি আদায়ে ও সফলতা পেতে আটঘাট বেঁধে নেমেছেন নেতারা।
যুগান্তর
অনড় অবস্থানে দুই দল
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংবিধানের বাইরে আপাতত কিছুই ভাবছে না আওয়ামী লীগ। এ নিয়ে বিএনপিসহ বিরোধীদের দাবি ও আন্দোলনেও খুব বেশি পাত্তা দিতে নারাজ ক্ষমতাসীনরা।
আইএমএফ’র প্রতিবেদন: পণ্যমূল্য বাড়বে, বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, মন্দা মোকাবিলা করে প্রত্যাশার চেয়ে বেশি ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার অর্থনীতি
যুগান্তর
নেতিবাচক প্রভাব থাকবে আরও দুই বছর
বৈশ্বিক মন্দার নেতিবাচক প্রভাব মোকাবিলা করে বাংলাদেশসহ এশিয়ার অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। অনেক ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে বেশি এগোচ্ছে অর্থনীতি।
প্রতি বছরের মতো চলতি অর্থবছরের (২০২২-২৩) বাজেটেও মোট পরিচালন ব্যয়ে সুদ পরিশোধের হার নির্ধারণ করে দিয়েছিল সরকার। যদিও অর্থবছরের প্রথম পাঁচ মাসেই তা গোটা অর্থবছরের প্রক্ষেপণকে ছাড়িয়েছে।
বণিক বার্তা
সুদ ব্যয় প্রক্ষেপণকে ছাড়িয়েছে, ভ্যাট আয় কমেছে
ঋণের সুদ বাবদ ব্যয়ের বোঝা আরও ভারী হয়ে এলেও কমেছে রাজস্ব আহরণের সবচেয়ে বড় উৎস মূল্যসংযোজন কর (ভ্যাট) থেকে আয়। বিষয়টিকে উদ্বেগজনক আখ্যা দিয়ে বিশ্লেষকরা বলছেন, পরিচালন ব্যয়ে লাগাম টানার পাশাপাশি ভ্যাটসহ সার্বিক রাজস্ব আয় বৃদ্ধিতে আরও মনোযোগ দেয়া এ মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। না হলে তা সার্বিক অর্থনীতির জন্যই বড় বিপদের কারণ হয়ে দেখা দিতে পারে।
ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর পর্যন্ত একটি মিটার গেজ রেলপথ রয়েছে বাংলাদেশ রেলওয়ের। জামালপুর থেকে রেলপথটি শেরপুর-বকশীবাজার হয়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
বণিক বার্তা
বাংলাদেশে বিদ্যুচ্চালিত ট্রেন প্রকল্পে বিনিয়োগ প্রস্তাব চীনের
ঢাকার জয়দেবপুর থেকে নতুন আরেকটি ডুয়াল গেজ রেলপথ নির্মাণের পরিকল্পনাও রয়েছে সংস্থাটির। রেলওয়ের এ পরিকল্পনার মধ্যে রুটটিতে বিদ্যুচ্চালিত ট্রেন প্রবর্তনের একটি প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড (সিএসসিইসি) নামের একটি কোম্পানি। জিটুজি ভিত্তিতে তারা এ রুটে বিদ্যুচ্চালিত ট্রেন চালুর প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে দিতে চায়।
আরও পড়ুন >>> কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার
কেউ অনর্গল কথা বলে যাচ্ছে, কেউ খানিক পর পর প্রতিবাদের ভঙ্গিতে কিছু বলার চেষ্টা করছে, কেউ হাসছে হিহি করে, কেউ কাঁদছে কোনো কারণ ছাড়াই, কেউ বা আবার একেবারেই নির্বাক।
কালের কণ্ঠ
চিকিৎসাব্যবস্থাই রুগ্ণ
বিশেষজ্ঞরা মূলত মানসিক রোগকে দুই ভাগে করে থাকেন। এর মধ্যে গুরুতর হলো সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিস-অর্ডার, ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশতা, আলঝেইমারস। আর সাধারণ মানসিক সমস্যার মধ্যে রয়েছে দুশ্চিন্তা, অনিদ্রা, শুচিবায়ু, ফোবিয়া বা ভীতি ও বিষণ্নতায় ভোগা। বাইপোলার ডিস-অর্ডার সমস্যার ক্ষেত্রে রোগী কখনো খুব আনন্দে আবার কখনো খুব বিষণ্ন থাকে। ডায়াবেটিসের মতো বাইপোলার ডিস-অর্ডার দীর্ঘমেয়াদি মানসিক সমস্যা। ওষুধ বা চিকিৎসার মাধ্যমে রোগটিকে নিয়ন্ত্রণে রাখা যায়, তবে রোগী পুরোপুরি সুস্থ হয় না।
এছাড়া চাপ সামলাতে অহিংস আ.লীগ; ফ্লাইওভার ভয়ংকর; বাঁচার লড়াই ‘দেউলিয়া’ পাকিস্তানে; সংসদীয় সীমানায় বড় পরিবর্তন আসছে না; রাস্তায় বের হলেই মুখের ভেতর বালু কিচকিচ করে সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।