অ্যাপের মাধ্যমে উগ্রবাদ প্রচার করত পারভেজ
আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সক্রিয় সদস্য গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম মো. পারভেজ (২১)। তিনি নোয়াখালী সদরের কালাদরপ গ্রামের মো. শাহজাহানের পুত্র।
এটিইউ বলছে, সহযোগীদের সাথে বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করে উগ্রবাদে উদ্বুদ্ধ করার কাজ পরিচালনা করে আসছিলেন পারভেজ।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ মার্চ) রাতে ঢাকার কামরাঙ্গীর চরের মনসুরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে এন্টি টেররিজম ইউনিটের একটি দল।
গ্রেফতারের সময় দুটি সিমসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, সিমসহ একটি ফিচার ফোন ও ফেসবুক আইডি থেকে ১৮ পাতা উগ্রবাদ ও সন্ত্রাসবাদ সংক্রান্ত স্ক্রিনশটের প্রিন্ট কপি ডিজিটাল প্রমাণ হিসেবে জব্দ করা হয়েছে।
সোমবার (১৫ মার্চ) বিকেলে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেফতার পারভেজ আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্য। তিনি দেশে অস্থিরতা সৃষ্টি, জন-নিরাপত্তা বিপন্ন, জনমনে ত্রাস ও আতঙ্ক সৃষ্টির লক্ষে অনলাইন ও সাইবার স্পেসের মাধ্যমে জঙ্গিবাদ ও উগ্রবাদী প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।
ফেসবুক আইডি থেকে বিভিন্ন জঙ্গি কার্যক্রম সংক্রান্ত ও রাষ্ট্র বিরোধী পোস্ট প্রদান করে উগ্রবাদী কার্যক্রমে উৎসাহ প্রদান করে আসছিলেন। ফেসবুক আইডি থেকে বিভিন্ন উগ্রবাদী পেজ ও উগ্রবাদী মতাদর্শের আইডির পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যেকোনও মূল্যে তথাকথিত ইসলামি খিলাফত প্রতিষ্ঠা করার মতবাদ প্রচার করত। তার সহযোগীদের সঙ্গে বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে কার্যক্রম পরিচালনা করে আসছিল।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন সমর্থন, অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় গ্রেফতার পারভেজের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং -৩২।
জেইউ/ওএফ