হাটহাজারীতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দক্ষিণ মাদার্শা সরওয়ার চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, মো. ইয়াসিন (২৭) ও মো. বাদশাহ (২৬)।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রুবেল হোসেন ঢাকা পোস্টকে বলেন, বিকেল সোয়া ৪টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিককে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাটহাজারী থানার এসআই আলমগীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলে তিনজন শ্রমিক ছিলেন। প্রথমে একজন কাজ করার জন্য সেপটিক ট্যাংকে নামেন। তিনি উঠতে না পারায় আরেকজন তাকে উদ্ধারের জন্য নামেন। পরে দুজনের শ্বাসকষ্ট হওয়ায় চিল্লাচিল্লি করেন। এরপর উপরে থাকা শ্রমিক লোকজন ডাকেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এমআর/এসকেডি