দুদকের মামলায় আসলাম চৌধুরীর ভাই গ্রেপ্তার
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীর ভাই জসিম উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে ফেনী মডেল থানার মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ২০১৬ সালের ১৬ জুলাই এবি ব্যাংকের ঋণ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম নগরের হালিশহর থানায় একটি মামলা দায়ের করে দুদক। ওই মামলার এজাহারে বলা হয়, আসলাম চৌধুরীর পারিবারিক মালিকানাধীন রাইজিং স্টিল লিমিটেড পুরাতন জাহাজ কেনার জন্য ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনটি ঋণপত্রের (এলসি) বিপরীতে এবি ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করেনি। রাইজিং স্টিল লিমিটেড ওই শাখায় প্রথম এলসি খোলে ২০০৮ সালে। দুই বছর পর প্রতিষ্ঠানটি ৪০ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার টাকা দামে পুরনো জাহাজ আমদানি করে তা বিক্রি করলেও ব্যাংকের ঋণ পুরোটা পরিশোধ করেনি।
প্রতিষ্ঠানটির কাছে ব্যাংক ২০ কোটি ৮২ লাখ ৯৩ হাজার টাকা পাওনা থাকার পরেও ২০১১ সালে আরও একটি এলসির মাধ্যমে একটি জাহাজ আমদানির সুযোগ দেওয়া হয়। এ এলসির বিপরীতেও প্রতিষ্ঠানটি ২৬ কোটি ৪৫ লাখ ৯৮ হাজার টাকার ঋণ পরিশোধ করেনি।
এ সংক্রান্ত মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ৭ আগস্ট আসলাম চৌধুরী, তার স্ত্রী জামিলা নাজনীন মাওলা, আসলাম চৌধুরীর দুই ভাই জসিম উদ্দিন চৌধুরী ও আমজাদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক। ২০২২ সালের ৬ জানুয়ারি আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, সম্প্রতি জাতীয় সংসদে ঋণ খেলাপিদের তালিকা উত্থাপিত হওয়ার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে র্যাব। তারই ধারাবাহিকতায় দেশের অন্যতম শীর্ষ ঋণ খেলাপি রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন চৌধুরীকে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আটটি মামলায় পরোয়ানা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআর/এসকেডি