বাবার সঙ্গে অভিমান করে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা
রাজধানীর কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকায় বাবার সঙ্গে অভিমান করে মো. শরীফ (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ২টার সময় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) রাধাবর্মন ঢাকা পোস্টকে বলেন, আমরা রাত ১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে আমরা তাকে ফ্যানের সঙ্গে গলায় রশি পেছানো অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, শরিফ নুরিয়া মাদ্রাসার ছাত্র। সে ঠিকমত পড়ালেখা না করায় তার বাবা তাকে বকা দেয়। সেই অভিমানে সে নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে তার পরিবার জানায়। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসএএ/এমএ