এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন আখতার হোসেন
সাবেক সিনিয়র সচিব মো. আখতার হোসেনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বিষয়ক মুখ্য সমন্বয়ক করা হয়েছে। তাকে দুই বছরের জন্য চুক্তিতে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব থাকার সময় গত বছরের ৩০ নভেম্বর অবসরে যান আখতার হোসেন। তিনি অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে নিয়োগ পেলেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, আখতার হোসেন এ পদের নির্ধারিত বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন।
এসএইচআর/এসএসএইচ/