চট্টগ্রামে ভেজাল প্রসাধনী কারখানায় অভিযান, কারাদণ্ড-জরিমানা
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার একটি ভেজাল প্রসাধনী কারখানায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে থানার শাহ হাবিবুল্লাহ রোডে জে বি কেয়ার বাংলাদেশ নামে ওই কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযান পরিচালনা করেন।
এ সময় নানা অনিয়মের দায়ে কারখানার ম্যানেজার মো. খায়রুজ্জামান রাজুকে এক বছরের কারাদণ্ড এবং চার লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানা থেকে জব্দ প্রায় ৫ লাখ টাকা মূল্যের মালামাল ধ্বংস করা হয়।
জেলা প্রশাসন জানায়, কারখানাটিতে সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, গ্লিসারিন, ফেসওয়াস, সেক্সুয়াল ট্যাবলেট, ব্রেস্ট ক্রিম ও ব্যাথানাশক ক্রিমসহ বিভিন্ন ভেজাল প্রসাধনী পাওয়া যায়। সেখানে বিভিন্ন সাবানে অনুমতি ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করতে দেখা গেছে। প্রচণ্ড নোংরা পরিবেশে এসব পণ্য তৈরি হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘কারও বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার বা তদন্ত করার জন্য নির্দেশ দেওয়ার ক্ষমতা ভ্রাম্যমাণ আদালতের নাই। আমরা যাকে হাতেনাতে আটক করেছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। যেহেতু মালিককে এখানে পাওয়া যায়নি সেহেতু তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানা মামলা দায়ের করা হবে। এছাড়া তিন শ্রমিককে বয়স বিবেচনায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযানের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রিয়াজউদ্দীন বাজারসহ অন্যান্য যে সব বাজারে এগুলো বিক্রি হয় সেখানে আমরা অভিযান চালাব।
এমআর/এসএম