লুডু খেলায় স্বামীর বকুনি, বিষপানে স্ত্রীর মৃত্যু
রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় আন্না খাতুন (২৫) নামে এক নারীর বিষপানে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী ইকবাল হোসেনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী ইকবাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমি রাজমিস্ত্রির কাজ করি। রাতে কাজ শেষে বাসায় এসে তাকে বলি খাবার দেওয়ার জন্য। কিন্তু সেটা সে না করে লুডু খেলায় ব্যস্ত ছিল। পরে আমি বকা দিলে ঘরের দরজা আটকে বিষ পান করে। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আমরা ডেমরা থানার কোনাপাড়া এলাকার বদরুদ্দিনের বাসায় ভাড়া থাকি। আমার বাড়ি কুমিল্লা জেলা তিতাস থানা জগতপুর এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি। নিহতের স্বামী বর্তমানে পুলিশ ক্যাম্পে আটক অবস্থায় আছে।
এসএএ/এমএ