করোনায় মারা গেলেন কাস্টমস কমিশনার হোসাইন আহমেদ
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কাস্টমস কমিশনার হোসাইন আহমেদ। শনিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা দক্ষিণের কমিশনার এস এম হুমায়ুন কবীর ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হোসাইন আহমেদ বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ১৫তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৫ সালের ১৫ নভেম্বর তিনি সহকারী কমিশনার হিসেবে চাকরিতে যোগ দেন। তিনি ১৯৬৭ সালের ১৫ মার্চ রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। হোসাইন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন থেকে এমএসএস ডিগ্রি লাভ করেন।
রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে এনবিআরের ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন মজুমদার, খোরশেদ আলম, সুকানী মো. কায়কোবাদ, সহকারী রাজস্ব কর্মকর্তা কবির হোসেন শিকদার, রাজস্ব কর্মকর্তা মো. রহমত আলী, মো. ইদ্রিস আলী মন্ডল ও আনোয়ার জাবেদ। সবশেষ কমিশনার হোসাইন আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
আরএম/জেডএস/এমএমজে