দাম বাড়ল জেট ফুয়েলের
ভ্রমণবিলাসী বিমানযাত্রীদের জন্য দুঃসংবাদ। আবারও বাড়ল জেট ফুয়েলের দাম। এ বিষয়ে সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করেছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। বুধবার (১১ মার্চ) থেকে নতুন দামে এয়ারলাইন্সগুলোকে তেল কিনতে হবে।
আদেশে বলা হয়েছে, বুধবার থেকে ঢাকার হজরত শাহজালাল, চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী বিমানবন্দরে প্রতি লিটার জেট ফুয়েলের বিক্রয়মূল্য ০.৫৫ মার্কিন ডলার বা ৬০ টাকা নির্ধারণ করা হলো।
আদেশটিতে স্বাক্ষর করেন পদ্মা অয়েলের ডেপুটি জেনারেল ম্যানেজার (এভিয়েশন) মোহাম্মদ মাহবুবুল আলম।
২০২০ সালের ডিসেম্বর মাসেও জেট ফুয়েলের দাম ছিল ৪৮ টাকা লিটার, যা চলতি বছরের ফেব্রুয়ারিতে বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছিল। বর্তমানে এটি ৬০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এর ফলে বিমানযাত্রার ভাড়া বাড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।
এআর/এমএইচএস