শীতের প্রভাবে দর্শনার্থী কমেছে বাণিজ্য মেলায়
তীব্র শীতের কবলে সারা দেশ। রাজধানী ঢাকাও এর বাইরে নয়। হিমেল হাওয়ায় অনেকটাই নিচে নেমে গেছে ঢাকার তাপমাত্রা। এর প্রভাব পড়েছে বাণিজ্য মেলায়। গত কয়েকদিনের শীতে বাণিজ্য মেলায় কমে গেছে ক্রেতার সংখ্যা।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সরেজমিনে বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে এমন দৃশ্যই দেখা গেল।
মেলা শুরুর দিনে যে লোক সমাগম দেখা গিয়েছিলো, গত দুইদিনে তা কিছুটা কম। বিক্রেতারাও জানাচ্ছেন একই কথা।
এভার গ্লো জুয়েলারি কালেকশনের বিক্রয়কর্মী রাসেল আহমেদ বলেন, আজ মেলায় কাস্টমার কম। শীতের কারণে অনেকেই মেলায় আসছেন না। শীতের তীব্রতা কিছুটা কমলে কাস্টমার ফের বাড়বে।
একই রকম কথা বললেন রহমান ট্রেডার্সের বিক্রয়কর্মী শরীফুল ইসলাম। তিনি বলেন, ঢাকায় কয়েকদিন যাবৎ বেশ শীত পড়ছে। তাই মেলায় কাস্টমার কম। শীত কমলে আশা করছি কাস্টমার বাড়বে।
মেলায় ঘুরতে আসা তরিকুল হাসান নামের এক যুবক বলেন, সকালে এতো ঠাণ্ডা ছিলো যে ঘর থেকেই বের হওয়া মুশকিল। তবে দুপুরের পর সূর্য ওঠায় মেলায় চলে এলাম।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা গতকাল ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
তবে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী দুইদিনের মধ্যে কুয়াশার প্রবণতা কমে যাবে। এর ফলে সূর্যের আলো দেখা যাবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।
এ বছর ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাণিজ্য মেলা। সাপ্তাহিক ছুটির দিনে খোলা থাকবে এক ঘণ্টা বেশি। এবার প্রবেশ টিকিটের মূল্য ৪০ টাকা ও শিশুদের জন্য ২০ টাকা। অনলাইনেও মেলার টিকিট পাওয়া যাবে। বিকাশের মাধ্যমে ৫০ শতাংশ ছাড়ে টিকিট কেনা যাবে।
ওএফএ/এমজে