উত্তরখানে গ্যাসের চুলার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩
রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি এলাকায় গ্যাসের চুলার লিকেজ থেকে বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- আলেয়া (৫০), ডালিয়া (৩৫) ও লাইজু (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, উত্তরখান থেকে তিনজন দগ্ধ অবস্থায় আমাদের এখানে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে সে বিষয়টি এখনো জানা যায়নি।
দগ্ধ ডালিয়ার স্বামী মো. দবিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমার বাসায় আমার ভাতিজি ও শাশুড়ি বেড়াতে আসেন। রাতে রান্না করার সময় গ্যাসের চুলা লিকেজ হয়ে হঠাৎ এ বিস্ফোরণ ঘটে। এতে আমার স্ত্রী আমার শাশুড়ি ও ভাতিজি দগ্ধ হয়।
এ বিষয়ে জানতে চাইলে উত্তরখান থানার পরিদর্শক (অপারেশন) মাহবুব আলম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। একইসাথে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরেকটি টিম পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এসএএ/এফকে