বৈশ্বিক শান্তি ও সম্প্রীতি কামনা চার্চ ফাদারের
এবারের বড়দিনে বৈশ্বিক শান্তিই মূল প্রার্থনা বলে জানিয়েছেন কাকরাইলের সেন্ট মেরি ক্যাথ্রিডাল চার্চের ফাদার মিল্টন ড্যানিস কোরাইয়া।
রোববার (২৫ ডিসেম্বর) বড়দিনের প্রার্থনা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ফাদার মিল্টন ড্যানিশ কোরাইয়া বলেন, আজকের দিনের বড় প্রার্থনা হলো বিশ্বজুড়ে যেন যিশুর শান্তির বাণী ছড়িয়ে যায়। সব মানুষ যেন সবাইকে ভালোবাসে। যিশুর বাণী সবাইকে আলোকিত করুক। এখন ইউক্রেন রাশিয়ার মধ্যে যে যুদ্ধাবস্থা চলছে, তার যেন নিরসন হয় সেটাই আমাদের বড় চাওয়া।
তিনি বলেন, যারা যিশুকে ভালোবাসেন, তাদের জন্য যিশুর বাণী যেন পাথেয় হয়। বড়দিনের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আমরা সবাই যেন মিলেমিশে এক হয়ে থাকতে পারি। সবার মধ্যে যেন ভালোবাসাপূর্ণ সম্পর্ক তৈরি হয়। বাংলাদেশে সবাই যেন শান্তিপূর্ণ অবস্থানে বসবাস করে। সংশ্লিষ্ট প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। তারা আমাদের যথেষ্ট নিরাপত্তা দিয়েছেন। যার ফলে আমরা নির্বিঘ্নে বড়দিন উদযাপন করতে পেরেছি।
আরও পড়ুন >>> বড়দিন : অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের দিন
এদিকে বড়দিন উপলক্ষে খিষ্টধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছে র্যাব। রোববার সকালে র্যাব-৩ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন কাকরাইলের সেন্ট মেরি ক্যাথ্রিডাল চার্চের ফাদার প্যাট্রিক গোমেজের হাতে ফুল এবং কেক তুলে দিয়ে বড়দিনের এ শুভেচ্ছা জানান।
এ সময় তারা সৌহার্দ্যমূলক কুশল বিনিময় করেন।
প্যাট্রিক গোমেজ বলেন, সংশ্লিষ্ট প্রশাসন এবং র্যাবকে ধন্যবাদ। তাদের নিরাপত্তা এবং সম্প্রীতিমূলক আচরণের মাধ্যমে আমরা শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন করতে পেরেছি।
ওএফএ/এমএ