বিজয় দিবসে হাতিরঝিল ওয়াটার ট্যাক্সিতে আনন্দ ভ্রমণ
বিজয়ের আনন্দ-উৎসবে মেতেছে পুরো দেশ। অলিগলি থেকে রাজপথ, প্যারেড গ্র্যাউন্ড থেকে পার্ক-বিনোদনকেন্দ্র, সবখানেই তারুণ্যের উচ্ছ্বাস ও লাল-সবুজের বিজয়োল্লাস। বিজয় আনন্দে নতুন মাত্রা যোগ করেছে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি। বিশেষ দিবসটি উপলক্ষে যাত্রী পারাপার বন্ধ রেখে ৩০ মিনিটের নৌ ভ্রমণ প্যাকেজ চালু করেছে হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি কর্তৃপক্ষ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) হাতিরঝিল ওয়াটার ট্যাক্সি গুলশান ঘাটে গিয়ে দেখা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে যাত্রী পারাপার বন্ধ রেখে হাতিরঝিল পানি পথ ঘুরার প্যাকেজ চালু করা হয়েছে। এক্ষেত্রে ৩০ মিনিটের জন্য ৮০ টাকা করে নেওয়া হচ্ছে।
স্ত্রী ও দুই সন্তান নিয়ে হাতিরঝিলে ঘুরতে আসা বেসরকারি চাকরিজীবী হামিদুর রহমান পরিবার নিয়ে ওয়াটার ট্যাক্সিতে উঠেছিলেন। আনন্দ ভ্রমণ শেষে তিনি বলেন, ওয়াটার ট্যাক্সিযোগে প্রতিদিন আমি গুলশানে অফিস করি। যে কারণে গতকাল জেনেছিলাম আজ ওয়াটার ট্যাক্সিতে যাত্রী চলাচল বন্ধ রেখে আনন্দ ভ্রমণ প্যাকেজ দেওয়া হবে। সেজন্যই স্ত্রী সন্তানসহ ঘুরতে এসেছি।
তিনি আরও বলেন, আধাঘণ্টার প্যাকেজে জনপ্রতি ৮০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। মানুষ বিনোদন খোঁজে, কিন্তু ঢাকা শহরে বিনোদন কেন্দ্রের বড্ড অভাব। ছুটির দিন আসলে বা যেকোনো উপলক্ষে রাজধানীবাসী বাইরে ঘুরতে বের হয়। তাদের জন্য এই বিশেষ দিনে ওয়াটার ট্যাক্সির আনন্দ ভ্রমণ প্যাকেজ আসলেই ভালোলাগার।
আনন্দ ভ্রমণ প্যাকেজের ব্যাপারে ওয়াটার ট্যাক্সির গুলশান ঘাটের কাউন্টার ম্যানেজার আমিনুল ইসলাম বলেন, হাতিরঝিল মানুষের জন্য একটি বিনোদনকেন্দ্র। বিজয় দিবসে হাতিরঝিলে সবাই পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরতে আসে। মূলত এসব বিনোদনপ্রেমী মানুষের জন্য আমাদের আজকের এই প্যাকেজ। আমাদের প্যাকেজ চালু করার ফলে আজ হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সির মাধ্যেমে যাত্রী পরিবহন বন্ধ আছে। আগামীকাল থেকে আবার যাত্রী পরিবহন শুরু হবে।
তিনি জানান, বিজয় দিবসে আমাদের আজকের প্যাকেজে ভ্রমণপ্রেমীদের ৩০ মিনিট (আধাঘণ্টা) ওয়াটার ট্যাক্সি করে পুরো হাতিরঝিল এলাকার পানিপথে ঘুরানো হচ্ছে। এজন্য জনপ্রতি ৮০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
এএসএস/কেএ