ঢাকার ৮ থানায় নতুন ওসি
নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আট থানা। ডিএমপির আট পুলিশ পরিদর্শককে এসব থানার ওসি হিসেবে বদলি করে বুধবার (২৩ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ‘জনস্বার্থে’ একটি অফিস আদেশ জারি করেন।
বদলির আদেশে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) বিপ্লব কিশোর শীলকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি; ডিবি-রমনা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেনকে ভাষানটেক থানার ওসি; সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল মজিদকে উত্তরখান থানার ওসি; ডিবি-রমনা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াসকে উত্তরা- পশ্চিম থানার ওসি; সবুজবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার নাসির উদ্দিনকে ডেমরা থানার ওসি; শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মু. মোরাদুল ইসলামকে সবুজবাগ থানার ওসি; তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহা. কামাল উদ্দীনকে উত্তরা-পূর্ব থানার ও ভাষানটেক থানার ওসি মুন্সী ছাব্বীর আহমদকে খিলক্ষেত থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে, উত্তরা-পূর্ব থানার ওসি মো. নুরে আলম সিদ্দিকীকে ডিবি-গুলশান বিভাগে; উত্তরখান থানার ওসি মো. হেলাল উদ্দিনকে ডিএমপির হেডকোয়ার্টার্স অ্যান্ড অ্যাডমিন বিভাগে; উত্তরা-পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহাকে ডিবি-রমনা বিভাগে; খিলক্ষেত থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিনকে ডিএমপির আইসিটি বিভাগে; সবুজবাগ থানার ওসি মো. মাহবুব আলমকে ডিবি-রমনা বিভাগে; ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমানকে ডিবি-উত্তরা বিভাগ ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আলী হোসেন খানকে প্রসিকিউশন বিভাগে বদলি করা হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২২ ডিসেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার একজন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়।
এছাড়া গত ১০ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের ২১ জন অতিরিক্ত পুলিশ সুপারকে (অ্যাডিশনাল এসপি) পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেয়া হয়েছে। পাশাপাশি গত বুধবার (৯ ডিসেম্বর) পুলিশ বাহিনীতে বড় রদবদল হয়। ওই রদবদলে ১৩ জন পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়।
এআর/এফআর