ঢামেক হাসপাতালের ৬ কর্মচারীকে বদলি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৬ কর্মচারীকে বদলি করা হয়েছে। গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) থেকে আজ পর্যন্ত জারি করা পৃথক আদেশে তাদের বদলি করা হয়।
বদলি হওয়া কর্মচারীরা হলেন, মো আলম (সর্দার), মো. আয়নাল হক (পরিচ্ছন্নকর্মী), মো. মনির হোসেন ( অফিস সহায়ক), মো. শহিদুল ইসলাম (মিন্টু) (অফিস সহায়ক), আবু হানিফ (অফিস সহায়ক) ও মো. সাইফুল ইসলাম (অফিস সহায়ক)।
গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) জারি করা অফিস আদেশে বলা হয়, মো. আলমকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সর্দার হিসেবে সংযুক্তিতে কাজ করার জন্য ন্যস্ত করা হলো। তিনি বেতন-ভাতাদি তার মূল কর্মস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সংগ্রহ করবেন।
অন্যদিকে সোমবার (১২ ডিসেম্বর) জারি করা আদেশে মো. আয়নাল হককে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীর পরিচ্ছন্নকর্মী হিসেবে ন্যস্ত করা হয়।
আজ জারি করা আদেশে মো. সাইফুল ইসলামকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের অফিস সহায়ক হিসেবে বদলি করা হয়। আগামী তিন কার্য দিবসের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
একই আদেশে মো. মনির হোসেন ও মো. শহিদুল ইসলামকে (মিন্টু) স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহায়ক হিসেবে সংযুক্তিতে কাজ করার জন্য ন্যস্ত করা হয়। এছাড়া আবু হানিফকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে অফিস সহায়ক হিসেবে বদলি করা হয়। তারা তাদের বেতন-ভাতাদি মূল কর্মস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সংগ্রহ করবেন।
এসএএ/এসকেডি