পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদক, দালাল সিন্ডিকেটের প্রমাণ

গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা দিতে ঘুষ দাবি ও গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। শুধু অভিযোগ নয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে দালালের সরব উপস্থিতিও মিলেছে।
সোমবার (১২ ডিসেম্বর) দুদকের গোপালগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ, সোহরাব হোসেন সোহেল ও সাইদুল ইসলামের সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ ঢাকা পোস্টকে বলেন, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা দিতে ঘুষ দাবি ও গ্রাহক হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। শিগগিরই এ বিষয়ে প্রতিবেদন কমিশনে দাখিল করবে বলে জানা গেছে।
দুদক জানায়, অভিযানে টিম ছদ্মবেশে পাসপোর্ট অফিসের পার্শ্ববর্তী দোকানে অবস্থান করা দালালদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে জানতে পারে যে, দালালদের মাধ্যমে অতিরিক্ত অর্থের বিনিময়ে পাসপোর্ট সেবা পাওয়া যায়। পরে টিম পাসপোর্ট অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি দালালদের বিরুদ্ধে তার শক্ত অবস্থানের ব্যাপারে টিমকে অবহিত করেন।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহকারী পদে দায়িত্বে থাকা আবু তাহের নামের এক কর্মচারী সব অনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন। পাসপোর্টের আবেদন ফরম জমা থেকে শুরু করে বিতরণ পর্যন্ত রয়েছে তার সিন্ডিকেট। অফিসের বাইরে রয়েছে তার এক ডজন দালাল। প্রভাবশালী আবু তাহেরের ইশারাতেই গ্রাহকদের বিভিন্ন কৃত্রিম সংকট তৈরি করে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।
আরএম/জেডএস