ভারতে নারী পাচার চক্রের সদস্য গ্রেপ্তার
মোটা বেতনে সেলাইয়ের কাজ দেওয়ার আশ্বাসে ভারতে নারী পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সোমবার সকালে সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিটের মানব পাচার অপরাধ দমন শাখার একটি দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কাশিপুর থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া নারীর নাম কানিজ ফাতেমা (৪০)।
সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ সুপার শেখ মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তার কানিজ ফাতেমা অন্যান্য আসামিদের সহায়তায় মোটা বেতনে ভারতে সেলাইয়ের কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বয়সী নারীদের সংগ্রহ করত। পরবর্তীতে চক্রের সদস্যরা সাতক্ষীরা এবং যশোর সীমান্ত দিয়ে ভিকটিমদের ভারতে পাচার করে দিত। পাচারকারী চক্র ভারতে নিয়ে তাদের পতিতালয়ে বিক্রি করে দিত এবং সেখানে তাদের শারীরিকভাবে নির্যাতন করে অনৈতিক কাজে বাধ্য করত।
গত বছরের ২০ মার্চ ফতুল্লা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে দায়ের করা মামলায় কানিজ ফাতেমাসহ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিআইডির মানব পাচার অপরাধ দমন শাখা কাজ করে যাচ্ছে।
জেইউ/এসকেডি