তিতাসের নিয়োগ সিলেকশন কমিটিতে প্রতিনিধি দিলো ঢাকা ওয়াসা
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৯ম গ্রেডভুক্ত সাধারণ ক্যাডারে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে সিনিয়র সিলেকশন কমিটিতে একজন প্রতিনিধি দিয়েছে ঢাকা ওয়াসা।
রোববার (১১ ডিসেম্বর) ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ সূত্রে বিষয়টি জানা গেছে।
ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর জানিয়েছেন, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের অনুমোদনক্রমে ওয়াসার ডেপুটি চিফ মাইক্রোবায়োলজিস্ট ড. আলমগীর হোসেনকে তিতাসের সিলেকশন কমিটিতে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঢাকা ওয়াসার পক্ষ থেকে একটি চিঠি এরইমধ্যে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বরাবর পাঠানো হয়েছে। ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর চিঠিতে স্বাক্ষর করেছেন।
এএসএস/জেডএস